sliderশিক্ষাশিরোনাম

“অসচ্ছল, মেধাবীদের উচ্চশিক্ষার নিশ্চয়তা নিয়ে এডুকেশন এক্সপোতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি”

নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথমবারের মতো দিনব্যাপী এই এক্সপোর আয়োজন করেছে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যগণ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিস্ববিদ্যালয়ের ও ইনস্টিটিউট সহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করেছে। দিনব্যাপী এই এক্সপোতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্যাভিলিয়নে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ, ক্যাম্পাস রিক্রুটমেন্ট, বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং চাকুরীর পাশাপাশি এমবিএ ও প্রফেশনাল কোর্সের সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও অবিভাবকদের বিভিন্ন তথ্য ও পরামর্শ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ মেধাবীদের শতভাগ শিক্ষাবৃত্তি, কম খরচে উচ্চশিক্ষা প্রদানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এছাড়াও অসচ্ছল, মেধাবীদের নাম মাত্র খরচে উচ্চ শিক্ষার সুযোগ থাকছে প্রেসিডেন্সিতে।

এতে ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button