
সিরিজের প্রথম টেস্টেই দারুন এক সেঞ্চুরি উপহার দিয়েছেন দলকে। আবার বল হাতে দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট নিয়ে ধ্বসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় টেস্টে ব্যাট হাত সুবিধা না করতে পারলেও বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।
গ্রস আইলটে গতকাল সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেই যেন আবার ব্যাটসম্যান হয়ে গেলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দন অশ্বিন। দলের বিপর্যয়ের মূহুর্তে হাল ধরেন শক্ত হাতে। প্রথম দিন শেষ ৭৫ রানে অপরাজিত অশ্বিন বুধবার সেঞ্চুরি পূর্ণ করেন। ১২৬ রানে ৫ উইকেট হারানো ভারত রবিচন্দন অশ্বিন আর হৃদ্দিমান সাহার জোড়া সেঞ্চুরিতে ৩৫৩ রান করে। রবিচন্দন অশ্বিন ১১৮ আর হৃদ্দিমান ১০৪ রান করেন।