sliderখেলা

অলিম্পিকে রাশিয়াকে ‘পুরোপুরি নিষিদ্ধ’ করা হলো না

এ্যাথলেটদের নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে আসন্ন অলিম্পিকে রাশিয়াকে ‘পুরোপুরি নিষিদ্ধ না করার’ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে ২০১৬র অলিম্পিক শুরু হচ্ছে আগামি ৫ই আগস্ট। ‘ডোপিং কেলেংকারির’ জন্য এতে রুশ ট্র্যাক এন্ড ফিল্ড এ্যাথলেটদের অংশগ্রহণ ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে।
আইওসির সিদ্ধান্তের ফলে রাশিয়ার প্রতিযোগীদের অলিম্পিকে অংশ নেবার জন্য কঠোর পূর্বশর্ত পূরণ করতে হবে।
রাশিয়ায় এ্যাথলেটরা রাষ্ট্রীয় মদদে ২০১১-২০১৫ সময়কালে বিভিন্ন প্রতিযোগিতায় নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ সেবন করেছিলেন – এ অভিযোগ প্রমাণ হবার পর কিছুদিন আগেই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
তদন্তে বলা হয়, ২০১২র লন্ডন অলিম্পিক এবং সোচিতে ২০১৪র শীতকালীন অলিম্পিকে রুশ এ্যাথলেটরা ডোপিং করেছিলেন এবং তার প্রমাণ নষ্ট করার কাজে ক্রীড়া প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভুমিকা নিয়েছিলেন।

আইওসির সিদ্ধান্তের ফলে কিছু ইভেন্টে অংশ নিতে পারবে রাশিয়া।
আইওসির সিদ্ধান্তের ফলে কিছু ইভেন্টে অংশ নিতে পারবে রাশিয়া।

ডোপিং এর জন্য নিষিদ্ধ হয়েছেন এমন কোন রুশ এ্যাথলেট আসন্ন রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না।
এর পর এটাই দেখার ব্যাপার ছিল যে এ জন্য অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় কিনা।
তবে এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেরকম কোন নিষেধাজ্ঞা আরোপ করলো না। তার পরিবর্তে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বিভিন্ন স্পোর্টস ফেডারেশনের ওপরই ছেড়ে দিয়েছে আই ও সি।
ওই ফেডারেশনগুলো চাইলে কোন নির্দিষ্ট এ্যাথলেট বা কোন একটি খেলার জন্য পুরো রুশ দলকে নিষিদ্ধ করতে পারবে।বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button