sliderস্থানীয়

অভয়নগরে মাদকসেবিকে ৬ মাসের জেলসহ জরিমানা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে এক যুবকে মাদক সেবন এবং শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে ছয় মাসের জেল প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চলিশিয়া গ্রামের লাবু শেখের পুত্র মো: সুজন শেখ (২০) মাদক সেবন করে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন। যার কারণে তাকে ছয় মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মো:শামীম হোসাইন বলেন,অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে সুজন শেখ নামে এক যুবককে মাদক সেবন এবং শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থ দণ্ড করে তা আদায় করা হয়। মাদক মুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button