slider

অভয়নগরে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মহাসম্মেলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) উপজেলার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী,জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দশরথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রচার সম্পাদক হরিপদ ধর, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, আর্ন্তজাতিক প্রচার সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, মণিরামপুর কেন্দ্রীয় দোলখোলা মন্দিরের সভাপতি গৌর কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button