sliderস্থানীয়

অভয়নগরে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বীকৃতি বিশ্বাস,যশোর: যশোরের অভয়নগরে ছুরিকাঘাতে মোঃ রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়াড গরুহাটা এলাকার মোঃ মজিবর রহমানের পুত্র এবং নূরবাগ জোতা পট্টির একজন জোতা ব্যবসায়ী।

জানা যায় গতকাল শনিবার (১৬ নভেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় রবিউল ব্যবসায প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হয়ে গরুহাটা সংলগ্ন রেললাইনের উপর পৌঁছালে একই এলাকার রাঙা মিয়ার পুত্র ওহিদুল (১৮) ও র‌্যাব বাবুর পুত্র শাহীন (২০) নামের দুই মাদকসেবী যুবক তাকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে। এসময় স্থানীয়রা ওহিদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রবিউলের অবস্থা আশংকা জনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

সংবাদ পেয়ে পুলিশ ওই রাতেই অভিযান পরিচালনা করে অপর আসামী শাহীনকে আটক করে। তবে ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button