অভিশংসিত ট্রাম্প, সিনেটে হবে ভাগ্য নির্ধারণ
ক্ষমতার অপব্যবহারসহ দুই অভিযোগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন কিনা সিনেটের ভোটে তা চূড়ান্ত হবে, যেখানে তার দল সংখ্যাগরিষ্ঠ।
বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ভোটে প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হন।
তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন ট্রাম্প। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছিল।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট সদস্যদের সবাই অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকান সদস্যদের সবাই অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আধিপত্য থাকলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। ফলে সেখানে ট্রাম্পের অভিশংসন আটকে যাবে বলেই ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী যে, সিনেটের ভোটে তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন।