
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ড.খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১ নভেম্বর বুধবার, এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ক অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান। এছাড়া বক্তব্য রাখেন দক্ষিনাঞ্চলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোঃ মোবারক হোসেন চৌধুরী, এসআর স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহীন আহমেদ চৌধুরী, স্কুলের অভিভাবক সদস্য মোঃ আলাউদ্দিন। আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক অভিভাবক উপস্থিতির কথা উল্লেখ করে অতিথি বৃন্দ বলেন, আজকের উপস্থিতি এই প্রতিষ্ঠানের জন্য আশার সঞ্চার সৃষ্টি করেছে। এছাড়া অভিভাবক এবং শিক্ষার্থীর কোরআন তিলাওয়াত ও মতামত প্রকাশ করেন। সর্বশেষ মুনাজাত করেন স্কুলের শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদ।