বিনোদন

অভিনেত্রীর সঙ্গে রবি শাস্ত্রীর প্রেম

অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম-ভালোবাসা নতুন কিছু নয়। এ সংক্রান্ত খবর প্রায় দেখা যায়। তবে এবারের খবরটা একটু ভিন্ন।
বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে নাকি প্রেমে মজেছেন অভিনেত্রী নিমরত কৌর। তবে দুজনই বিষয়টি অস্বীকার করেছেন।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, প্রায় দুই বছর ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্কে রয়েছে। আর তাদের মিডিয়া হিসেবে কাজ করেন রবির ঘনিষ্ঠ বন্ধু।
সম্প্রতি জার্মানির বিশ্ববিখ্যাত একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধরা পড়েন এ জুটি। নিমরতের বয়স এখন ৩৬, রবি শাস্ত্রীর বয়স ৫৬ বছর।

গাড়ি প্রদর্শনীর অনুষ্ঠানে রবি শাস্ত্রী ও নিমরত কৌর

বিরাট কোহলিদের সঙ্গে ইংল্যান্ডে আছেন রবি শাস্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এ নিয়ে আমার কিছুই বলার নেই। এটি গরুর গোবরের বিশাল স্তূপ। আশা করি বুঝতে পেরেছেন।
এদিকে নিমরত এক টুইটবার্তায় বলেন, আমি সব কিছুই শুনেছি। এর কোনো ভিত্তি নেই। আমি আইসক্রিম ভালোবাসি। এবার ক্লিয়ার।
নিমরত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ ‘এয়ারলিফট’ (২০১৬) সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। ‘হোমল্যান্ড’ (২০১৪), ‘ওয়েওয়ার্ড পিনেস’ (২০১৬) আমেরিকার টেলিভিশন সিরিজেও নজর কেড়েছেন এই নায়িকা। খবর: হিন্দুস্থানটাইমস

Related Articles

Back to top button