
বলিউডের বিশিষ্ট অভিনেতা শশী কাপুর আর নেই। মুম্বইয়ের আন্ধেরিতে কোকিলাবেন আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। তার বয়স হয়েছিল ৭৯ বছর।২০১৪-এ হার্ট বাইপাস সার্জারির পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।
কয়েক মাস আগেই তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। সেই গুজব এত তাড়াতাড়ি সত্যি হবে তা ভাবতে পারেননি কেউ। রোববার গভীর রাতে তার অবস্থার অবনতি হয়। তার পরই তার মৃত্যু সংবাদ জানান ভাইপো রণধীর কাপুর।
বিশিষ্ট অভিনেতা রাজ কাপুরের ভাই এবং পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান শশী কাপুর বলিউডে অভিনয় শুরু করেছিলেন ১৯৬১ সালে। প্রথম ছবি ধর্মপুত্র। তার আসল নাম ছিল বলবীর রাজ কাপুর। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক সম্মানে সম্মানিত করা হয়েছে অভিনেতাকে। একাধিক সিনেমার পরিচালনাও করেছেন তিনি। হিন্দির পাশাপাশি ইংরেজি ছবিতেও কাজ করেছেন শশী কাপুর।