
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি।
আজ শুক্রবার বিকেলে এক বিবৃতিতে এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মন্জু এ আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ভারী বর্ষন ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে এই বছরে তৃতীয়বারের মত তলিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের বাড়ী-ঘর, আবাদী জমির ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদীপশু ও জীবিকার সকল মাধ্যম। কুড়িগ্রাম, সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই তলিয়ে গেছে।
এবি পার্টি নেতৃবৃন্দ বন্যা দূর্গত অঞ্চলগুলোতে জরুরী অবস্থা ঘোষনার পাশাপাশি সেনা বাহিনীর নেতৃত্বে শুকনো ও রান্না করা খাবার সরবরাহ, ভাসমান তাঁবু ও টয়লেট প্রস্তুত করার দাবী জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আবহাওয়ার পূর্বাভাস জানবার পরেও সরকার ও স্থানীয় প্রশাসনের নির্বিকার আচরণ আর কোন রকমের তরিৎ প্রস্তুতি না নেয়া খুবই দুখঃজনক এবং নাগরিকদের প্রতি চরম অবহেলার শামিল।