ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র (কেসি)। আজ শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরির ওপর ভর করে মাশরাফির দল ৪৯ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে কলাবাগান। জবাবে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে সমর্থ হয় সিসিএস।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে কলাবাগান কেসির শুরুটা মোটেও ভালো হয়নি। শুরুতেই জসীমউদ্দিনকে (৬ রানে) হারায় তারা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ইসলাম অনিককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। দলের পক্ষে ৭৪ রান সংগ্রহ করেন এ দুই ব্যাটসম্যান। এরপর দলীয় ৮৭ রানে অনিকের বিদায়ের পর তাসামুল হককে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েন মাসাকাদজা। তৃতীয় উইকেট জুটিতে ৭৭ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।
দারুণ এক সেঞ্চুরি তুলে নেন মাসাকাদজা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেন জিম্বুবুয়ের এই ব্যাটসম্যান। ১০৪ বল মোকাবেলা করে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া সাদমান ৬৩ বলে ৪৭ রান ও তাসামুল ৫৪ বলে ৩৭ রান করেন। দলীয় ১৬৪ রানে তাসামুলের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলাবাগান। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে তারা।
সিসিএসের পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া সালমান হোসেন ও উত্তম সরকার ২টি করে উইকেট পান।
জবাবে ৮ উইকেটে ২২১ রানের বেশি করতে পারেনি ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। ২৭১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই অমিত মজুমদারকে হারায় সিসিএস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার পিনাক ঘোষকে নিয়ে দলের হাল ধরেন সাইফ হাসান। ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৮৯ রানেই এ দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে আবার চাপে পড়ে যায় তারা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২১ রানে থামে সিসিএসের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন উত্তম সরকার। ৭৪ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া পিনাক ঘোষ ৫৪ বলে ৪২, সাইফ হাসান ৬৩ বলে ৩৪ ও রাজিন সালেহ ৫৫ বলে ২৭ রান করেন।
কলাবাগান কেসির হয়ে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৩২ রানে ৪টি উইকেট নেন আর ৪৩ রান খরচ করে ২টি উইকেট পান মাশরাফি। অনবদ্য সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন কলাবাগান কেসির জিম্বাবুয়ের খেলোয়াড় হ্যামিল্টন মাসাকাদজা।
আজ ছিল লিগে উভয় দলের চতুর্থ ম্যাচ। চার ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছে মাশরাফির কলাবাগান। অরপদিকে সমান সংখ্যক খেলা থেকে এখনো পয়েন্ট শূন্য অবস্থায় আছে রাজিন সালেহ’র সিসিএস। নয়া দিগন্ত