sliderস্থানীয়

অবরোধের প্রথমদিনেই কেরানীগঞ্জে থানার পাশে যাত্রীবাহী বাসে আগুন

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে ইলিশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

৩১ অক্টোবর (মঙ্গলবার) রাত ৭টায় দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ৫০ গজ দূরে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা জানান আমরা হঠাৎ দেখতে পাই রাস্তার উপরে একটি বাসে আগুন জ্বলছে, পরে সামনে গিয়ে দেখি ইলিশ নামের একটি বাস গাড়িতে আগুন জ্বলছে, কে বা কারা এই বাসে আগুন দিয়েছে তা আমরা দেখিনি, যাত্রীবাহী এ বাসে সম্ভবত কোনো যাত্রী ছিলো না, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে এছাড়াও ঘটনার সাথে সাথে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জামান ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধাঘন্টা আগুনে জ্বলতে থাকা বাসটি অনেকাংশ পুড়ে গেছে।

এবিষয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই চন্দন মোহন পাল বলেন, বাসে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি,খুব দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আটকের চেষ্টা করা হবে, এখনো পর্যন্ত কেউ আটক করা হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button