নাটোর প্রতিনিধি : বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা সৈনিক লীগ। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর সদরের বাবুর পুকুর পাড়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা কর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাবুর পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সৈনিক লীগের সাধারণ স¤পাদক ইউসুফ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন ২০১৪ সালের মতো বিএনপি জামায়াত আবারো আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। পুলিশ ও নীরিহ জনগনকে পুড়িয়ে মারছে। তাদের এ সন্ত্রাসের বিরুদ্ধে সৈনিক লীগ সর্বদা মাঠে থাকবে।