
বিএনপির ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন স্থানে মোট ৩৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরমধ্যে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ৩১টি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকা বিভাগে মোট ১৯টি অগ্নিসংযোগের ঘটনা জানতে পেরেছে। এরমধ্যে ঢাকা শহরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ১২টি। বাকি ৭টি ঘটনা জানা গেছে গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে।
সীতাকুণ্ড, কর্ণফুলি, রাঙ্গুনিয়া, ফেনী, চাঁদপুর, বায়েজিদ-সহ চট্টগ্রাম বিভাগে ৮টি অগ্নিসংযোগের ঘটনা জানিয়েছে ফায়ার সার্ভিল।
রাজশাহী বিভাগে চারটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ঘটেছে একটি করে।
আগুন দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেট কার, তিনটি মোটরসাইকেল। এ ছাড়া দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম এবং একটি পুলিশ বক্স অগ্নিসংযোগে পুড়ে গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা গেছে, দিনের বেলার চেয়ে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। এই তিন দিনে মোট ৩৪টি অগ্নিসংযোগের ঘটনার মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত ১৯ টি আগুনের ঘটনা ঘটে এবং বাকি ১৫টি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে।
পর্যালোচনায় আরও দেখা গেছে, দিনের বেলা সংঘটিত আগুনের মধ্যে দিনের শুরুতে অগ্নিকাণ্ড বেশি সংঘটিত হয়েছে। দিনের ১৫টি আগুনের ঘটনার মধ্যে সকাল ৬ থেকে সকাল ১১ টার মধ্যে ৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।