sliderস্থানীয়

অবকাশ যাপনের আড়ালে নারী দিয়ে ব্যবসা, ১০ গ্রামের মানুষের প্রতিবাদ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর সমর্থনে মানববন্ধনে উপস্থিত হন জেলার আলেম সমাজ।

গত রোববার বেলা ১১টায় উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের সামনে এ মানববন্ধন হয়। এতে অন্তত ১০টি গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মো.নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, শোলধারা তজিম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, বানিয়াজুরি ফয়েজুল উলম হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাহবুবুর রহমান, পুরানগ্রামের বাসিন্দা মো. আবু ওয়াহেদ, মো. লিটন মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওবায়দুর রহমান দুলাল, ডেরা রিসোর্টে জোরপূর্বক জমি দখল করে নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন, সুফিয়া বেগম, মরিয়ম বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডেরা রিসোর্ট বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় অসৎ উদ্দেশ্যে গড়ে ওঠে। শুরুতে গরুর ফার্ম করার নামে অদৃশ্য ক্ষমতার বলে জোরপূর্বক জমি ক্রয় ও দখল করে, পরবর্তীতে রিসোর্ট স্থাপন করা হয়। রিসোর্টে বিনোদন ও অবকাশ যাপনের অন্তরালে চলছে মাদক, নারী দিয়ে দেহব্যবসাসহ অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ।

মানববন্ধনে কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আমার ৮৫ শতাংশ জমি তারা জোরপূর্বক দখল করেছেন এখন পর্যন্ত একটি টাকাও আমাকে দেয়নি, টাকা চাইতে গেলে মামলা হামলার ভয় দেখায়।

এ বিষয়ে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক বলেন, আমরা সরকারি নিয়মকানুন মেনেই এ রিসোর্ট পরিচালনা করছি। এ রিসোর্টে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। যদি কোনো জমির মালিক টাকা পান, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের টাকার ব্যবস্থা করে দেব।

Related Articles

Leave a Reply

Back to top button