লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার গ্রানাডার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। লা লিগায় কাতালান ক্লাবটির এটি ২৪তম শিরোপা। রিয়াল তাদের কাজ ঠিকমতো করলেও বার্সেলোনার জয়ে তা কাজে লাগেনি।
একই দিন দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-০ গোলে জিতেছে তারা। কিন্তু ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শিরোপা জিতল বার্সা। অন্যদিকে সমান ম্যঅচে ৯০ পয়েন্ট নিয়ে ফের রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো রোনালদোদের।
ফলে আরেকবার অপেক্ষার পালা দীর্ঘায়িত হল রিয়াল মাদ্রিদের। সেই ২০১১-১২ মৌসুমে লা লিগা জিতেছিল ক্লাবটি। এরপর ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাবান এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের। গত মৌসুমে মাত্র ২ পয়েন্ট ব্যবধানে রানার্স-আপ থাকতে হয়েছিল। এবার ১ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করল তারা।
অবশ্য লা লিগার ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। রানার্স আপ হয়েছে ২৩ বার। বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পাওয়া বার্সেলোনা এই নিয়ে ২৪ বার চ্যাম্পিয়ন ও ২৪ বার রানার্স হল।
গত মৌসুমে ট্রেবল জিতেছিল বার্সেলোনা। কিন্তু এই মৌসুমে সেমিফাইনালের আগে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে তারা। তবে লা লিগার শিরোপা ধরে রাখল। আর আগামী ২২ মে কোপা ডেল রের ফাইনাল ম্যাচে তারা সেভিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচ জিততে পারলে ডাবল শিরোপা জেতা হবে মেসিদের।
শনিবার গ্রানাডার মাঠে সফরকারী হিসেবে লিগে মৌসুমের শেষ ম্যাচটি খেলতে নামেন মেসি-সুয়ারেজে-নেইমাররা। তিন তারকাকে আটকাতে অনেক ফন্দি করেই মাঠে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের ২২ মিনিটে সুয়ারেজকে আটকে রাখতে পারল না তারা। জর্দি আলবার ক্রস থেকে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে দেন উরুগুয়ের তারকা।
বিরতির আগেই জোড়া গোল পূর্ণ করেন সাবেক লিভারপুলের স্ট্রাইকার। সেই সঙ্গে দলের লিডকে ডাবলে নিয়ে যান তিনি। খেলার ৩৮ মিনিটে মাঠের প্রায় বাইরে চলে যাওয়া একটি বল ক্রস করেন দানি আলভেস। গোলরক্ষককে ফাঁকি দিয়ে অবিশ্বাস্যভাবে সেই বল জালে জড়িয়ে দেন সুয়ারেজ।
বিরতির পর সহজেই গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। কিন্তু মৌসুমের শেষ ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেই মাঠ ছাড়লেন সুয়ারেজ। খেলার ৮৬ মিনিটে নেইমারকে বল বাড়িয়ে দেন মেসি। সেটি তিনি ক্রস দেন সুয়ারেজকে। সেই বল জালে জড়াতে ভুল করেননি সাবেক লিভারপুলের তারকা। লা লিগায় এই মৌসুমে ৪০ গোল করলেন তিনি।
এদিকে দেপোর্তিভো লা করুনার মাঠে জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার ৭ মিনিটেই গোলের সূচনা করেন তিনি। ২৫ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান এই তারকা। এটি লা লিগায় এবারের মৌসুমে তার ৩৫তম গোল।