
সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে গেছেন। নারীদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল ক্ষমতায় এলে আগে নারীদের ভাতাসহ ভাল কাজগুলো বন্ধ করে দেবেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। রোববার(১৩ নভেম্বর) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা আমাকে বলেছেন সাধারণ মানুষ ও নারীরা তোমাকে অনেক ভালবাসে। তোমার কিছুই লাগব না, আমি তোমাকে নৌকার মনোনয়ন দিব,আর তুমি শুধু সাধারণ মানুষের কাছে যাবে, দেখবে তোমার বাক্স ভর্তি নৌকার ভোট।
তিনি বলেন, মানুষ বলে মহিলারা পীর হতে পারে না। মহিলাদের যদি পীর হওয়ার সিস্টেম থাকতো তাহলে শেখ হাসিনাকে পীর মানতাম। আমার পীর ও আইডল শেখ হাসিনা। শেখ হাসিনা সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ইজ্জত আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন,সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মারুফ হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছালাম খান, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজুসহ উপজেলা- ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।