sliderজাতীয়শিরোনাম

অন্যায়-অত্যাচারকারীরা মুসলমানদের বন্ধু হতে পারে না: আহমদ শফি

বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানের ওপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হেফাজত ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, বিশ্বের সকল মুসলমানের ওপর শান্তি বর্ষিত হোক।
সোমবার (২ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইসলামি মহা সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
পরে তিনি কলেজ মাঠের সম্মেলনে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মুসলমানদের বিরুদ্ধে যারা নানাভাবে ষড়যন্ত্র করছেন, অন্যায়-অত্যাচার করছেন মুসলমানদের বন্ধু কিংবা শুভাকাঙ্খী হতে পারেন না।সম্মেলনে মুসল্লিদের উদ্দেশে বলেন, কাফেরদের যারা ক্ষমা করবেন তারাও কাফের। এসময় তিনি সারা বিশ্বের মুসলমানের জন্য আল্লাহর নিকট দোওয়া প্রার্থনা করেন।
ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো কুড়িগ্রাম আসেন হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমদ শফী (আল্লামা শফী)। হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসেন। কুড়িগ্রাম জেলা ক্বওমী ওলামা পরিষদ এ মহাসম্মেলনের আয়োজন করেছে।
আহমদ শফির কুড়িগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত সম্মেলনে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতি এ মহাসম্মেলনে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ স্থানীয় আলেমরা বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button