sliderরাজনীতিশিরোনাম

অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি গণঅধিকার পরিষদের

পতাকা ডেস্ক : সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর পল্টনের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান পরিষদের নেতারা।
সমাবেশে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, এই সরকার রিজার্ভ নিয়ে আমাদের
সঠিক তথ্য দিচ্ছে না। ভোট চোর সরকার আমাদের সব অধিকার খর্ব করেছে। তারা আমাদের দেশকে এখন কোন অবস্থায় নিয়ে গেছে তা আপনারা দেখতে পারছেন। তাদের জ্বালানি উপদেষ্টা বলে কোন রিজার্ভ নেই। রিজার্ভের কোন সঠিক তথ্য তারা দিতে পারছে না। আমরা এই সরকারের হাত থেকে মুক্তি চাই। আজকে জনস্রোত থেকে বুঝা যাচ্ছে এই সরকারের আর বেশী দিন বাকী নেই। গণঅধিকার পরিষদের হাত ধরেই জনগণের মুক্তি আসবে ইনশাআল্লাহ।
পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, জেলে আটক সকল আলেম ওলামদের মুক্তি দিতে হবে। তা না হলে এই সরকারের পরিণতি ভয়াবহ হবে, আর নয় ছয় করে পার পাবে না এই বিনা ভোটের সরকার। কোন পাঁতানো নির্বাচন হতে দেয়া হবে না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা সারাদেশে আপামর জনতাকে সংগঠিত করুন, খুব শীঘ্রই সরকার পতনের ডাক আসবে। দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাচাঁতে যেই বিরোধী দলই সরকার পতনের ডাক দিবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে।
নুর আরও বলেন, উন্নয়নের নামে প্রকল্প গুলোর ব্যয় বাড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাট করার সুযোগ করে দিয়েছে। উন্নয়নের মহাসড়কের কথা বলে সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে এসেছে। এই লুটপাটকারী সরকারকে ক্ষমতায় রাখা যাবে না।
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বেআইনি নির্দেশ পালন করবেন না, জনগণের পাশে থাকুন, আমরা কথা দিচ্ছি সরকার পতন হলে আপনাদের কারও চাকরি যাবে না। ছাত্র, যুব ও আপামর জনতাদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনে জনগণকে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান নুর।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হাসান, ব্রি. হাবিবুর রহমান আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, সোহরাব হোসেন, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তামান্না ফেরদৌস শিখা, ফাতেমা তাসনিম, এড. এরশাদ সিদ্দিকীসহ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গণঅধিকার পরিষদের কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক র‍্যালি কার্যালয়ের নিচ থেকে শুরু করে ফকিরাপুল, কাকরাইল মোড় হয়ে পল্টন, জিরো পয়েন্ট হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button