sliderস্থানীয়

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করুন : ইলিয়াস কাঞ্চন

সিরাজগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করুন মন্তব্য করে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের রাষ্ট্র আগে ঠিক করতে হবে। তারপর নির্বাচন হবে। আমরা একতাবদ্ধ না হলে দুর্নীতিমুক্ত দেশ গড়া যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই এ আন্দোলন সফল হয়েছে।’

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধান ফাউন্ডেশন আয়োজিত দুর্নীতি মুক্ত দেশ গঠনে আমাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুধু আওয়ামী লীগ নয় এই ৫৪ বছরে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে তারা সবাই কমবেশী দুর্নীতি করেছে। সবাই আমাদের সন্তানদের দুর্নীতিবাজ বানিয়েছে। আমাদেরকে নিয়ম পরিবর্তন করতে হবে। আমার সন্তান যেন মানুষ হয়। আমার সন্তান মানুষের জন্য কাজ করতে শেখে নাই। আমার সন্তানকে মানুষ হিসাবে দেখতে চাই। আমরা এটা বাস্তবায়ন করতে পারলেই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব।’

তিনি বলেন, ‘আমাদের দেশে একটি সন্তান মায়ের পেটে থেকেই দুর্নীতির শিকার হয়। একজন মা যখন তার পেটের সন্তানের ভূমিষ্ঠের জন্য হাসপাতালে যান, তখন কোনো বিকল্প চেষ্টা না করেই সরাসরি সিজার বা অপারেশনের পরামর্শ দেন। আবার ওই সন্তান আরেকটু বড় হলে যখন বিভিন্ন অসুখে ওষুধের প্রয়োজন হয়, তখন একজন দোকানদার ভেজাল ওষুধ দিয়ে দুর্নীতি করেন। এভাবেই একটি সন্তান মায়ের পেট থেকে শুরু করে পৃথিবীতে পা রাখার পর মৃত্যু পর্যন্ত দুর্নীতির শিকার হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সিস্টেম পরিবর্তন করতে হবে।’

অধ্যাপক ড. মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে ও নিমগাছী অনার্স কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, বিএনপি নেতা আয়নুল হক, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, ডা. মাহমুদুল হক, সন্ধান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন শোহান সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, জার্মান বিএনপির আহ্বায়ক সাব্বির আহমেদ, সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, ফয়সাল আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button