পতাকা ডেস্ক: অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে ছাত্রপক্ষ।
আজ বুধবার এক যৌথ বিবৃতিতে ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহবায়ক মুহাম্মদ প্রিন্স ও সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ যখন বন্যা পীড়িত সেসময়ে বিজয়ের স্বাদ পেলো দেশবাসী। এ বিজয় শুধু ফুটবলারদের নয় সামগ্রিকভাবে পুরো দেশ ও ফুটবলের বিজয়। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো লাল সবুজের পতাকাধারীরা। বাংলাদেশ ছাত্রপক্ষের নেতৃবৃন্দ বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ মারুফুল হক ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।