‘অনিয়ম ও সহিংসতার ব্যাপারে অবগত জাতিসংঘ’

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ব্যাপারে অবগত আছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটি থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানায় তারা।
সোমবার এক লিখিত প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, বাংলাদেশের নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ব্যাপারে অবগত আছে জাতিসংঘ।
বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মুখপাত্র বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারণার সময় এবং নির্বাচনের দিনে প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’
তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ওই মুখপাত্র বলেন, ‘আমরা নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি; যাতে মানুষ তাদের সাধারণ অধিকার ভোগ ও মত প্রকাশ করতে পারে।’
‘আমরা শান্তিপূর্ণ ও আইনি উপায়ে নির্বাচনী অভিযোগগুলোর সুরাহা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর আঘাত গ্রহণযোগ্য নয়।’