
প্রতিনিধি : গতকাল শুক্রবার ১০ মার্চ গাজীপুরের শ্রীপুরে অবস্থিত অনামিকা গার্ডেনে ঢাকাস্থ সানন্দবাড়ী সমিতি (DSS) এর ব্যানারে অনুষ্ঠিত হয়ে গেল সানন্দবাড়ী এলাকার যারা ঢাকাসহ আশে পাশের জেলাগুলোতে অবস্থান করেন তাদের উপস্থিতিতে বিশাল মিলনমেলা। আর এই মহা মিলনমেলার আয়োজন করে DSS এর এডমিন প্যানেল। মিলনমেলায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ ধরনের মিলনমেলা যাতে অব্যাহত থাকে এবং ঢাকায় বসবাসরত সানন্দবাড়ীর লোকজনের সুখে দুখে বিপদে আপদে এক অপরের পাশে এগিয়ে আসতে পারে এজন্যই একটি সংগঠনের প্রয়োজন বলে মনে করেন। এরই ভিত্তিতে আগামী মেয়াদের জন্য দশ সদস্য বিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
তারা হলেন-
সভাপতি: ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম, সহ-সভাপতি: মাসুদ আলম আকন্দ, সাধারণ সম্পাদক: খন্দকার রুহুল আমিন, সহ:সা সম্পাদক: দন্ত্যন লিটন, সাংগঠনিক সম্পাদক: তাজুল ইসলাম সিকদার, সহ সাংগঠনিক সম্পাদক: খন্দকার শরীফ, কোষাধ্যক্ষ: মোহাম্মদ মাহবুবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট: ওমর ফারুক, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক: আনিসুজ্জামান বাবলু, ছাত্র বিষয়ক সম্পাদক: ওমর ফারুক আকন্দ।
এ দশ সদস্য কমিটির দ্বায়িত্ব হচ্ছে যতো দ্রুত সম্ভব একটি পূর্নাঙ্গ কমিটি তৈরি করে ঘোষণা করা।
উক্ত কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্যবৃন্দ সর্ব জনাব এডভোকেট তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ আবদুর রশিদ, খালেদ মোশারফ মুকুল ও
মোঃ রাশেদুল হক।
আয়োজনের শেষভাগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান রাফেল ড্র ও প্রজন্মের থেকে প্রজন্মের ছেলে মেয়েদের জন্য কবিতা গান ও ছড়া পাঠের আসর। ছিলো গানছবি ব্যান্ডের জিবনমুখী কিছু গান। অনুষ্ঠান চলাকালীন সময়ে আসিয়ান সিটির সম্মানিত ছয় ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং অনামিকা গার্ডেন যার নামে সেই অনামিকা অনুষ্ঠানে মাঝে এসে উপস্থিত হয়ে মিলন মেলাটিকে আরো বেশি আকর্ষণীয় এবং সার্থক করে তোলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনি ও তাহমিনা শাম্মী।