
পেশায় ছোট ব্যবসায়ী মুম্বাইয়ের বাসিন্দা বিনোদ শিরকে। ভাগ্যগুনে জিতে যান কোটি কাটার লটারি। সেই লটারিতে ছিলো নানা চকের ধবলগিরি বিল্ডিং-য়ে ৫.৮ কোটি টাকার একটি ফ্ল্যাট। তবে আশ্চর্যের বিষয় হলো সেই ফ্ল্যাটটি ফিরিয়ে দিয়েছেন বিনোদ। কারণ হিসেবে বিনোদ জানিয়েছেন, প্রায় ছয় কোটি টাকার ওই ফ্ল্যাটের নাকি বাস্তু ঠিক নেই।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট (Mhada) আয়োজিত লটারিতে এই ফ্ল্যাট জেতেন বিনোদ শিরকে। Mhada-র ইতিহাসে এত দামী ফ্ল্যাট এর আগে কেউ কখনোও জেতেনি। তবে এর পাশাপাশি ওই বিল্ডিং-য়েই আরও একটি ফ্ল্যাট জেতেন তিনি। অন্যটির দাম ৪.৯৯ কোটি টাকা। দ্বিতীয় ফ্ল্যাটটির বাস্তুও মনোমত নয় বিনোদের। তবে কিছু অদল বদল করে নিয়ে সেই ফ্ল্যাটে বাস করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। তাই প্রথম ফ্ল্যাটটি ছেড়ে দিলেও দ্বিতীয় ফ্ল্যাটটি রাখছেন বিনোদ শিরকে।
বিল্ডিং-এর অন্য বাসিন্দাদের অবশ্য মত, যে বাস্তু নয় ওই ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে। সমস্যা এড়াতেই ফ্ল্যাট ফিরিয়ে দিয়েছেন বিনোদ শিরকে।