বিনোদন
অদিতি রাও হায়দারি পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হল। ‘ভূমি’ ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি পেতে যাচ্ছেন ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’। ক্রিটিকস বা বিশেষ সমালোচক সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘ভূমি’ ছবিতে অদিতির অভিনয় সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি প্রদান করা হবে মুম্বাইয়ের সেইন্ট অ্যান্ড্রুস মিলনায়তনে। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক থেকে শুরু করে অনেক বিশিষ্টজন উপস্থিত থাকবেন।
‘ভূমি’তে অদিতির সাথে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। যিনি অভিনয় করেছেন অদিতির বাবার চরিত্রে। সেই বাবা যে তার সন্তানের নির্যাতনের প্রতিশোধ নিতে পিছপা হন নি।