
প্রতিপক্ষ শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, প্রতিযোগিতার সবচেয়ে সফল দলও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলে চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার আগে কখনোই খেলেনি বাংলাদেশের মেয়েরা। সেই দলটার বিপক্ষেই মাঠে নেমে অসহায়ভাবেই হার মানতে হয়েছে সালমা খাতুনের দলকে।
বৃহস্পতিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল মেগ ল্যানিংয়ের দল। জাহানারা আলম, রুমানা আহমেদদের হতাশায় ডুবিয়ে মাত্র ১ উইকেট হারিয়েই ১৮৯ রানের পুঁজি গড়ে দলটি। বাংলাদেশের বিপক্ষে যা কোনো দলের সর্বোচ্চ পুঁজির রেকর্ড।
স্বাভাবিকভাবেই জিততে হলে ইতিহাস গড়তে হতো মেয়েদের। কিন্তু বাংলাদেশের ব্যাটিং তো কখনোই অতটা শক্তিশালী ছিল না। নির্ধারিত ওভারে তাই ৯ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।