sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

লকডাউনে শহর যখন ছাগলের দখলে, হয়রান পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রত্যেক ব্যক্তিকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে, সেই সঙ্গে জরুরি প্রয়োজনে বের হলে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
লকডাউনে পুরো শহর যখন ফাঁকা এর মধ্যে রাস্তা দাবড়িয়ে বেড়াচ্ছে বিপুলসংখ্যক ছাগল। পুলিশও তাদের থামাতে পারছে না। নর্থ ওয়েলসের উপকূলীয় শহর ল্যান্ডুডনোতে এমন দৃশ্য দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, এক স্থানীয় সাংবাদিক এই ‘দুষ্ট ছাগলের পালের’ কর্মকাণ্ড প্রথম ভিডিওতে ধারণ করেন। এরপর তিনি পুলিশকে খবর দেন।
মধ্যরাতে পুলিশ তাদের ধরতে বের হয়। দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি তাদের পেছনে ছুটে বেড়াচ্ছে আর ছাগলগুলোও পুরো শহর দাবড়িয়ে বেড়াচ্ছে।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Back to top button